Home ত্রিপুরা ১০১ ঘট নদীর জলে শোধন করা হবে কল্যানসাগর। ততদিন পর্যন্ত দর্শনার্থীদের কলানসাগরে যাওয়া নিষেধ

১০১ ঘট নদীর জলে শোধন করা হবে কল্যানসাগর। ততদিন পর্যন্ত দর্শনার্থীদের কলানসাগরে যাওয়া নিষেধ

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

গত বুধবার থেকে ৫১ পিঠের এক পিঠ মাতাত্রিপুরা সুন্দরী মন্দিরে থাকা কল্যাণ সাগরে জনসাধারণের প্রবেশ নিষেধ ঘোষনা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। সংবাদের জানা যায় গত বুধবার সকাল বেলায় কল্যাণ সাগরের জলে হঠাৎ করে ভেসে ওঠে একটি নরম মুন্ডু। এরপর থেকে গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, তদন্ত শুরু হয় উচ্চ পর্যায়ের কোথায় থেকে এলো এই নর মুন্ড, এদিকে পবিত্র এ কল্যাণ সাগরের দীঘিতে নরম মুন্ডু উদ্ধার হওয়ার পর শাস্ত্রমতে দিঘির জল অপবিত্র হয়ে যায়, যার ফলে মাতাত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের স্নানের ক্ষেত্র এ জল ব্যবহার করা হয় না এমনকি এ জল স্পর্শ করতে বারণ করা হয়েছে গোটা মাতাবাড়ি এলাকার মানুষজনদের পাশাপাশি দর্শনার্থীরা যেন এ দল স্পর্শ না করতে পারে তার জন্য দেওয়া হয়েছে বাঁশের ব্যারিগেট। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নউত্তরে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানিয়েছেন মন্দিরের জল বর্তমানে অপবিত্র, জলকে শোধন করতে হবে তার জন্য রয়েছে শাস্ত্রমতে নানা প্রক্রিয়া, সে অনুযায়ী আগামী ৪৫ দিন পর এ দীঘির জল শোধন করার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে দিঘী থেকে 101 কলসি জল নদীতে ফেলা হবে এবং নদী থেকে ১০১ কলসির জল দিঘিতে ফেলে গঙ্গা পূজার মাধ্যমে জল শোধন করা হবে। তারপরই এই পবিত্র দিঘির জল দিয়ে দেবীকে স্নান করানো হবে এবং সাধারনের জন্য উন্মুক্ত করা হবে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato