Home খেলাধুলা মোহনপুরে মহকুমা ভিত্তিক এসএম কাপ ফুটবল প্রতিযোগিতা

মোহনপুরে মহকুমা ভিত্তিক এসএম কাপ ফুটবল প্রতিযোগিতা

by News On Time Tripura
0 comment

মোহনপুরঃ

বুধবার মোহনপুর মহকুমার অন্তর্গত স্কুল ভিত্তিক এস এম কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি নির্মল সরকার, মোহনপুর মহকুমা যুব বিষয়ক ক্রীড়া কার্যালয়ের আধিকারিক জ্যোতি দাস,মোহনপুর স্পোর্টস বোর্ডের সম্পাদক বিজন দেবরায়,উত্তর দেবেন্দ্রনগর স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। দেবেন্দ্রনগর সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বিভাগে হোলি ক্রস স্কুলকে ৩-০ গোলে হারিয়ে সেন্ট আন্দ্রে স্কুল জয়ী হয় এবং অনূর্ধ্ব ১৪ বিভাগে কাতলামারা স্কুলকে ৪-০ গোলে হারিয়ে এস এফ ইংরেজি মাধ্যম স্কুল জয়ী হয়। গত ১১ তারিখ মেয়েদের খেলায় জয়ী হয় চাঁদপুর স্কুল। এবং এই প্রতিযোগিতায় যে স্কুল গুলি জয়ী হয় তারা ১৪ই জুলাই জেলা ভিত্তিক খেলায় অংশ গ্রহণ করবে। অতিথিরা তাদের শুভেচ্ছা জানান এবং তাদের ভালো খেলার জন্য অভিনন্দন জানান। বলেন খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশের মূল চাবিকাঠি, তাই খেলাধুলার গুরুত্ব অনেক।

You may also like