
কৈলাশহরঃ
আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঊনকোটি কবাডি ও যোগা ফিটনেস কোচিং সেন্টারের শুভ উদ্বোধন হয় কৈলাশহর ঊনকোটি জেলা ক্রিয়া দপ্তরের অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপ্পলা রানী দেবরায়,উপস্থিত ছিলেন ত্রিপুরা কবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বুলু পাল,জেলা ক্রিয়া আধিকারিক অর্জুন দেবনাথ ও নর্থইস্ট কবাডি কোচের রেফারি শিপ্রা সিনহা, উপস্থিত ছিলেন যোগা ট্রেইনার পিঙ্কি সিনহা, ফিটনেস ট্রেইনার সাগ্নিক ভৌমিক সহ অন্যান্যরা পাশাপাশি সংবাদ প্রতিনিধিদের শিপ্রা সিনহা জানান ২০০৮ সাল থেকে তিনি এই কবাডির সাথে কাজ করে যাচ্ছেন পাশাপাশি তিনি বলেন ঊনকোটি জেলায় এই কবাডি আগে থাকলেও মাঝপথে বিলুপ্ত হয়ে যায় এরপর তিনি আপ্রাণ চেষ্টা করে এই কবাডিকে কিভাবে তুলে ধরা যায় তার জন্যই এই কোচিং সেন্টার খুলেছেন তিনি পাশাপাশি উনার কোচিং সেন্টারে ছেলে মেয়ে মিলে ৩৯ জন ছাত্র-ছাত্রী রয়েছে শিপ্রা সিনহার এই সফলতায় খুশি কৈলাসহরবাসী।