Home ত্রিপুরা আমি বাঁচতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্যর, একটু সাহায্য করুন !

আমি বাঁচতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্যর, একটু সাহায্য করুন !

by News On Time Tripura
0 comment

জোলাইবাড়িঃ

নিজে উপার্জন করে চিকিৎসা খরচ বহন করতে চাইছে দুইটি কিডনি বিকল হয়েযাওয়া এক ব্যাক্তি।

ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার উত্তর জোলাইবাড়ীর মনাদাস পাড়ার বাসিন্দা সঞ্জয় দাস ( ৪৫) ২০১০ থেকে দুইটি কিডনি অকেজু হয়ে পরেছে। ২০১৪ সালে উনার পরিবারের লোকজন কিডনি স্থানান্তির করেও সাফল্য অর্জন করেনি। বর্তমানে ডায়েলেসিস এর মাধ্যমে নিজেকে কোনোপ্রকার বাচিয়ে রেখেছেন সঞ্জয় দাস। প্রতিসপ্তাহে দুইবার ডায়েলেসিস করাতেহয় আগরতলায় গিয়ে। প্রতিনিয়ত গাড়ী রিজার্ভ করে আগরতলায় আসা যাওয়া ও চিকিৎসা করাতে প্রচুর অর্থ ব্যায় হচ্ছে সঞ্জয় দাসের । সঞ্জয় দাস পড়াশুনায় মাস্টার ডিগ্রি অর্জন করেছে বলে জানাযায়। অপরদিকে উনার কম্পিউটারেও ডিগ্রি রয়েছে। বর্তমান সময়ে তিনি অসুস্থতার মধ্যেও চিকিৎসা খরচ চালানোর জন্য জোলাইবাড়ী গ্রামীন ব্যাঙ্কের বাইরে কিছু কাগজপত্র লেখালেখি করে কোনোপ্রকারের দিন কাটাচ্ছে। সঞ্জয় দাস সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে রাজ্যের জনপ্রীয় মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন জোলাইবাড়ীতে যে কোনো অফিসে উনার একটি কর্মসংস্থান করেদিলে যত দিন বেচে থাকবে ততদিন উপার্জিত অর্থদিয়ে উনার চিকিৎসা খরচ চালিয়ে যেতে পারবে। সঞ্জয় দাস নিজে উপার্জন করে নিজের চিকিৎসা খরচ চালিয়ে বেচে থাকার সপ্ন দেখছে। এই আবেদন নিয়ে সঞ্জয় দাস সংবাদমাধ্যমের দারস্ত হন। এখন দেখার বিষয় সঞ্জয় দাসের আবেদনে কতটুকু সারাদেন রাজ্যসরকার।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato