বিশালগড়ঃ
জেনারেল হেলথ ও ক্যান্সার সচেতনতা কর্মশালা ও স্বাস্হ্যশিবির অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলা এমপ্লয়েজ রিক্রেয়াশন ক্লাবের উদ্যোগে। এই কর্মশালটি আয়োজিত হয় রবিবার দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই দিনের আয়োজিত কর্মশালার সুচনা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ এ, বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস, দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিহির লাল দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস সহ অন্যান্যরা । আয়োজিত কর্মশালায় আগরতলা থেকে আগত আই এল এস চিকিৎসক ডাক্তার কে বৈদ্য, ক্যান্সার রোগ নিয়ে সচেতনতা করার পাশাপাশি নেশা সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান।প্রত্যেক কে শরীর নিয়ে সচেতন থাকার কথা বলেন। ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার মূল কারণ হল ভয় ভয় কে রোগী জয় করতে হবে। শরীরে যে কোন ধরনের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাস্হ্য শিবিরে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যাবস্হা রাখা হয়।সচেতনতা মূলক আলোচনা শেষে এদিনেন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহন করে।