Home ত্রিপুরা কুমারঘাটের নিহতদের হিন্দু জাগরন মঞ্চের শ্রদ্ধাঞ্জলী

কুমারঘাটের নিহতদের হিন্দু জাগরন মঞ্চের শ্রদ্ধাঞ্জলী

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

উল্টো রথযাত্রা উৎসবে কুমারঘাটে মর্মান্তিক দুর্ঘটনা নিহত সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ছনবন এলাকাবাসী ও হিন্দু জাগরণ মঞ্চ গোমতি জেলার উদ্যোগে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর ব্রিজ চৌমুহনী এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ মঞ্চের উদয়পুর নগর ইউনিটের সভাপতি প্রতিম দত্ত, উদয়পুর নগর ইউনিটের সম্পাদক সমীত দে, উদয়পুর নগর ইউনিটে বেটি বাঁচাও প্রমুক আকাশ সাহা , নবারুণ পাল, ভোলা বিশ্বাস, বাবুল বনিক সহ এলাকার বুদ্ধিজীবীগণ। এই দিন নিহত ও আহত দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরবর্তী সময় এক মিনিট নীরবতা পালন করে আট জন নিহতদের জন্য আত্মার সদগতি কামনা করেন। এদিন হিন্দু জাগরণ মঞ্চ ও এলাকার বুদ্ধিজীবীগণ সহ উপস্থিতি ছিল সারা জগানোর মত।

You may also like