Home Uncategorized ফুটবল ট্যুর্নামেন্টে জমজমাট খোয়াইয়ের চা-বাগান

ফুটবল ট্যুর্নামেন্টে জমজমাট খোয়াইয়ের চা-বাগান

by News On Time Tripura
0 comment

খোয়াইঃ

খোয়াই চা বাগান স্কুল মাঠে বিরসা মুন্ডা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ ছিল শেষ দিন শেষ দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপির রাজ্য নেতৃত্ব সুবল ভৌমিক বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব রমেন সাঁওতাল সহ অন্যান্যরা এই টুর্নামেন্ট শুরু হয় গত ৯ জুন থেকে মোট 22 টি টীম এই খেলায় অংশগ্রহণ করেন আজ ফাইনাল ম্যাচটি ছিল কৈলাসহর সরোজিনী চা বাগান বনাম ছাতনীতল বেলছড়ার মধ্যে এবং কৈলাসহর চা বাগান কে ০,২ গোলে হারায় বেলছড়ার ছাতনীতল টিম দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এই খেলাকে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

You may also like