Home ত্রিপুরা রেল লাইনের নির্মান কাজের জন্য বন্যা পরিস্থিতি এলাকায়

রেল লাইনের নির্মান কাজের জন্য বন্যা পরিস্থিতি এলাকায়

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

 রেল লাইনের নির্মান কাজের জন্য বন্যা পরিস্থিতি এলাকায়। সঠিক জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে ভারী বর্ষণের পর ১২ ঘন্টারও অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও জলে ভাসছে গোটা এলাকা। ঘটনা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত খামারবাড়ী এডিসি ভিলেজ এলাকায়। এলাকার মানুষজনদের অভিযোগ এলাকা থেকে জল নিষ্কাশনের জন্য এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন প্রকারের সাহায্য করা হয়নি। যার ফলে এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে বর্তমানে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত এমন বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে প্রতিবছর জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্ট হয়। একই ঘটনা খামারবাড়ী এডিসি ভিলেজ এলাকায়। গতকাল সন্ধ্যায় গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া শহরেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এর ফলে জলমগ্ন হয়ে গেছে গোটা খামারবাড়ি এডিসি ভিলেজ এলাকা। কিন্তু, জলমগ্ন হয়ে পড়ার ১২ ঘণ্টার অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলমগ্ন হয়ে এখনো বন্যার পরিস্থিতি রয়েছে গোটা এলাকায়। বন্যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারকে। বহু বাড়িঘর জলে ডুবে রয়েছে এখনো। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন প্রকারের সাহায্য পৌঁছায়নি উক্ত এলাকায়। অন্যদিকে, এলাকার মূল রাস্তা সহ বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকার ফলে অসুস্থ রোগী নিয়ে কিংবা বিভিন্ন জরুরী কালীন অবস্থায়ও এলাকার লোকজন পড়তে পারে মহাবিপদে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato