Home ত্রিপুরা ৯ বছরের মেয়ের মৃত্যু, স্ত্রী সহ চার বছরের শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক !

৯ বছরের মেয়ের মৃত্যু, স্ত্রী সহ চার বছরের শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক !

by News On Time Tripura
0 comment

কুমারঘাট:

বুধবার কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকটি পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। কুমারঘাট এর এসডিএম অফিস সংলগ্ন এলাকায় গৌতম ঘোষের পরিবারের একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। গৌতম ঘোষ স্থানীয় বিজেপি যুবমোর্চার কর্মী এবং নিজের একটি ফাস্ট ফুডের দোকান আছে কুমারঘাটে।জানা যায় গৌতম ঘোষের স্ত্রী রুমা ঘোষ তাদের চার বছরের শিশুকন্যা দিয়া ঘোষ এবং নয় বছরের শিশু কন্যা প্রিয়াঙ্কাকে নিয়ে উল্টো রথ দেখতে যায় বুধবার। সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে গৌতম ঘোষের স্ত্রী সহ দুই শিশু কন্যা। মর্মান্তিক এই ঘটনায় স্ত্রী রুমা ঘোষ (৩০), বড় মেয়ে প্রিয়াঙ্কা ঘোষ (০৯) এবং ছোট মেয়ে দিয়া ঘোষ(০৪) গুরুতর আহত হয়। প্রথমে কুমারঘাট হাসপাতাল, পরে ঊনকোটি জেলা হাসপাতাল থেকে তাদের রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ৮২ মাইল এলাকায় বড় মেয়ে প্রিয়াঙ্কা ঘোষের মৃত্যু হয়। স্ত্রী রুমা ঘোষ এবং ছোট মেয়ে দিয়া ঘোষের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতাল।

You may also like