বিলোনিয়াঃ
আগামী ২৯ শে জুন বিলোনিয়া মহামায়া কালী মন্দিরের শুভ দ্ধার উদঘাটন হতে যাচ্ছে। প্রায় নব্বই লক্ষ টাকা ব্যায়ে মহামায়া কালীবাড়ি নির্মাণ করা হয় কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে । ১৯৫৪ ইং সনে দক্ষিণ মির্জাপুরে মহামায়া কালী বাড়ি প্রতিষ্ঠা হয় । দীর্ঘ কয়েক দশকের পর মহামায়া কালীবাড়ি নতূন রুপে, নতূন আঙ্গিকে সেজে উঠলো এলাকারই যুবকদের প্রচেষ্ঠায়। ধর্ম প্রান মানুষদের সহযোগীতার ফলে বিলোনিয়া শহরের এক প্রান্তে সেজে উঠেছে সুদৃশ্য এই কালী মন্দির। এই মহামায়া কালীবাড়ির শুভ দ্ধারোঘাটন হতে যাচ্ছে আগামী ২৯ শে জুন । এই দ্ধারোঘাটন সমারোহে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে আমন্ত্রন জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মন্দির কমিটির পক্ষ থেকে এলাকার যুবক রাজু নাথ। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহামায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে রাজু নাথ, একটি খবরের কাগজে প্রকাশিত বিভ্রান্তিমূলক প্রতিবেদনের উপর প্রতিবাদ জানাতে গিয়ে বলেন, মহামায়া কালীবাড়ি নির্মাণ নিয়ে একটি গোষ্ঠি কুৎসা অপপ্রচার চালাচ্ছে সংবাদ মাধ্যমকে দিয়ে। যাতে করে মুখ্যমন্ত্রীর আগমনকে আটকানো যায়। প্রকাশিত সংবাদ সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন রাজু নাথ। মন্দির নির্মাণের জন্য অথবা দ্ধারোঘাটনের জন্য কোন ঠিকেদারের কাছ থেকে টাকা চাওয়া হয় নি। এইটা সম্পুর্ন মিথ্যা ষড়যন্ত্র করছে বিজেপি সরকারের সুশাসনকে কালিমা লিপ্ত করার জন্য ।ধর্মীয় প্রতিষ্ঠানকে জড়িয়ে যদি ষড়যন্ত্র করা হয় তার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা মেনে নেবেন না। পাশাপাশি এদিন মন্দির কমিটির পক্ষ থেকে রাজু নাথ, ধর্ম প্রান সকল অংশের মানুষদের কাছে আবেদন রাখেন দ্ধারোঘাটন সমারোহে সামিল হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সুন্দর ও স্বার্থক করে তুলতে সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয়। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহামায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে রাজু নাথ, সঞ্জু নমঃ, রাজীব দত্ত সহ সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট জনেরা ।