ধর্মনগরঃ
ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ উপলক্ষে উত্তর জেলার ধর্মনগর শহরে রিস্যারেকশন হোমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর চন্দ্রপুর স্হীত রিস্যারেকশন হোমের পঞ্চাশ জন মাদক আসক্ত রোগীরা এই সচেতনা শিবির পালন করে।এদিন প্রথমে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে কালী দিঘীর পাড়ে দাঁড়িয়ে পথ চলতি মানুষকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।সাথে প্রতিজন পথচলতি মানুষকে মাদক থেকে দূরে থাকা সহ কিভাবে মাদক থেকে সুস্থ সমাজে ফিরে আসা যায় তার লিফলেট বিতরণ করে। মূলত রাজ্য জুড়ে যেভাবে যুবসমাজ নেশার ঘোরে আসক্ত হয়ে জীবন জলাঞ্জলি দিচ্ছে তাদেরকে সঠিক পথে ফেরানো এবং যারা নেশা কারবারের সাথে যুক্ত তাদেরকে নেশা কারবার থেকে মুক্ত করতে এই বেসরকারি সংস্থা গড়ে উঠেছে। তাছাড়া রিস্যারেকশন হোমের তিনজন কাউন্সিলর আপ্রাণ চেষ্টা করে নেশাগ্রস্হদের বেসামাল জীবন যাপন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এদিকে কাউন্সিলার শীলূ চাকমা জানান বিশ্বজুড়ে ২৬ শে জুনকে মাদকাসক্ত বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে বেছে নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি কাজ করে চলেছে।উল্লেখ্য উত্তর জেলায় যেভাবে মাদকাসক্ত এবং নেশাগ্রস্থদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্বিগ্ন এই সংস্থার কর্মকর্তারা। মোট ৫০ জন কর্মকর্তা এই সংস্থার হয়ে কাজ করে চলেছেন। যেসব নেশা কারবারীরা অবৈধভাবে নেশার সাম্রাজ্য বিস্তার করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও তারা বিভিন্নভাবে কাউন্সিলিং সহ মনোবিদ্যার আশ্রয় নিয়ে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যাতে নেশার কারবার ছেড়ে দিয়ে অতিসত্বর স্বাভাবিক জীবনে ফিরে এসে মানুষের জন্য এবং সমাজের জন্য ব্রতী হয় তার ব্যবস্থা চালিয়ে যাচ্ছে এই সংস্থার কর্মকর্তারা।