তেলিয়ামুড়াঃ
তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে ব্যাপক সারা জাগিয়ে শুরু হয়েছে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা।
আজকে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে দুটো খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় প্রগ্রেসিভ ইউথ ক্লাব ডিএম কলোনি একাদশকে নয় উইকেটের ব্যবধানে পরাজিত করে।
এদিকে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নন্দন রায় দাবি করেছেন এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের প্রচার এবং প্রসার বৃদ্ধিতে ভূমিকা পালন করে চলেছেন।
তিনি আশা প্রকাশ করেছেন সবার সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা সার্বিকভাবে সাফল্যমন্ডিত হবে।