উদয়পুরঃ
উদয়পুর জেলা আদালতে বার এসোসিয়েশনের নির্বাচনে জয়ী বিজেপি প্যানেল। রবিবার উদয়পুর জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বিজেপি প্যানেলের প্রত্যেকেই জয়লাভ করেন। আগামী দুই বছরের জন্য প্রত্যেকে নির্বাচিত হন। ১২ জন সদস্যকে নিয়ে হয় পূর্ণাঙ্গ কমিটি। নতুন কমিটির সভাপতি প্রনব দেব, সহ সভাপতি কুন্তল দাস , সম্পাদক সুমন্তা চক্রবর্তী ,
সহ সম্পাদক রানা দত্ত ,
কোষাধ্যক্ষ পল্টু দাস,
অডিটর শ্যামকৃষ্ণ দাস।
তাদের মধ্যে জনের পরিচালন কমিটি গঠিত হয়।