Home ত্রিপুরা মাইছড়া সাই বাবা আশ্রমে ভক্তমিলন মহোৎসব

মাইছড়া সাই বাবা আশ্রমে ভক্তমিলন মহোৎসব

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

পার্বত্য ত্রিপুরায় বিলোনিয়ার এক প্রান্তে স্বর্গীয় জগদীশ চন্দ্র মজুমদারের প্রচেষ্টায় নির্মাণ করা হয় সাঁই বাবার মন্দির। বলা চলে রাজ্যের মধ্যে অন্যতম একটি মন্দির ও ধর্মীয় স্থান এই সাঁই বাবার মন্দির। দক্ষিণ জেলার বিলোনিয়া মাইছড়া, কলাবাড়িয়া এলাকায় অত্যাধুনিক ভাবে এই মন্দির গড়ে তোলা হয় ২০১৭ সালে। শুধু সাঁই রাম নয়, এই মন্দিরের মুল দরজার দুই পাশে বিরাজ করছে গনেশ ঠাকুর ও দেবী রাজলক্ষ্মী । মন্দিরের দৃশ্য নজর কারার মতো। প্রতিদিনই ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে । তিন বেলা চলছে নিত্যপূজা। গুরু পূর্নিমা পূজা উপলক্ষে সাঁই রামের ৭ম বাৎসরিক উৎসব আয়োজিত হতে যাচ্ছে। এই বাৎসরিক উৎসবকে সামনে রেখে সাঁই বাবা মহোৎসব ও ভক্তমিলন শুরু হবে আগামী পয়লা জুলাই থেকে । চলবে তিন দিন ব্যাপী। এই মহোৎসব ও ভক্তমিলনকে সামনে রেখে প্রস্তুতি একেবারে তুঙ্গে। সাজিয়ে তোলা হচ্ছে সাঁই বাবার মন্দির চত্বর, এমনই দৃশ্য দেখা গেল শনিবার দুপুরে । সাঁই বাবা মন্দিরে মহোৎসব ও ভক্তমিলন উপলক্ষে মন্দির উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্দির ও উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, হরিনাম সংকীর্তনে নাম সুধা বিতরনে থাকবে আগরতলার রাম মন্দির সম্প্রদায় ও কৈবল্যনাথ সম্প্রদায় । এছাড়া থাকবে নলছড়ের নিত্যগোপাল সম্প্রদায় ও নবদয় সংঘ । ১লা জুন সন্ধ্যায় সাঁই বাবার ধূপ আরতির ও গঙ্গা আনয়নের মধ্য দিয়ে সুচনা হবে মহোৎসবের। অহরাত্র চলবে হরিনাম সংকীর্তন সহ রাতে সত্যনারায়ন। ৩ রা জুলাই মহাপ্রসাদ বিতরনের পর চৌঠা জুলাই ভোরে নগর কীর্তনান্তে পরিক্রমা করে সমাপ্ত হবে মহোৎসবের । এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁই বাবা মন্দির উৎসব কমিটির সভাপতি নিখিল চন্দ্র পাল, সম্পাদক সহদেব দাস, কোষাধ্যক্ষ জীবন চন্দ্র দাস, মন্দির উৎসব কমিটির সদস্য বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবক অতুল মজুমদার সহ অন্যান্যরা।।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato