Home ত্রিপুরা অম্বুবাচীতে মাতাবাড়িতে বিশেষ পূজা

অম্বুবাচীতে মাতাবাড়িতে বিশেষ পূজা

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

সংবাদের যানাজায় গতকাল থেকে সামাজিক মাধ্যমে প্রচার উঠেছে যে অম্বুবাচী চলাকালীন সময়ে মাতাবাড়িতে নাকি পুজো দেওয়া যাবে না। যার ফলে শুক্রবার সকাল থেকেই মাতাবাড়িতে ভক্তদের সমাগম কিছুটা কম দেখা যায়। এমন কি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মন্দিরের পুরোহিত ও মন্দির অফিসে ফোন করতে থাকে সাধারণ মানুষ জানার জন্য যে মন্দির খোলা আছে কিনা। আর এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেন মন্দির প্রশাসন। অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্দিরের প্রধান পরিহিত চন্দন চক্রবর্তীর জানালেন অম্বুবাচী এ বিশেষ দিনগুলোতে মাতাবাড়িতে চলবে বিশেষ পূজা। এমন কি মাতাবাড়িতে সিঁদুর খেলার রীতি রয়েছে। তাই মন্দিরের প্রধান পুরোহিত বলেন গুজবে কান না দিয়ে মাতাবাড়িতে এ বিশেষ অতিথি গুলিতে যেন সকলে শামিল হয়।

You may also like