বিশ্রামগঞ্জঃ
২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। “নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা” এই অঙ্গিকারবদ্ধ হয়ে শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জস্থিত জেলাশাসকের কনফারেন্স হলে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলাশাসকের কনফারেন্স হলে এই কর্মশালায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলাশাসক ড: বিশাল কুমার, ডিসিএম সুমন রক্ষিত সহ সিপাহীজলা জেলা পুলিশ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নেশার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং যুবসমাজকে এই অভিশাপমুক্ত করতে শপথ গ্রহণ করেন আধিকারিকরা। ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত হয়। ২৬ জুন তারিখটিতে লিন জেক্সুর হুমেন, গুয়াংডং-এ আফিম ব্যবসার বিলুপ্তি ঘটিয়েছিলেন, যা চীনে প্রথম আফিম যুদ্ধের ঠিক আগে ২৫ জুন, ১৮৩৯-এ শেষ হয়েছিল। ৭ ডিসেম্বর ১৯৮৭-এ জাতি সংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই দিবস উদযাপনের পক্ষে মতামত প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে প্রতি বছরই সারাবিশ্বে এই দিবসটি উদযাপন করা হয় নেশার বিরুদ্ধে। আর সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।