Home ত্রিপুরা দিনভর আনন্দমুর্তিজির উপর কর্মশালা বিশ্ববিদ্যালয়ে

দিনভর আনন্দমুর্তিজির উপর কর্মশালা বিশ্ববিদ্যালয়ে

by News On Time Tripura
0 comment

সূর্যমনিনগরঃ

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে বৃহস্পতিবার ব্রহ্ম এবং সৃষ্টির ধারণা – শ্রী শ্রী অনাদমূর্তিজির দৃষ্টিভঙ্গির উপর একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয় । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক আচার্য দিব্যচেতনানন্দ অবধুত। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজ্ঞানের উপর ভিত্তি করে উল্লিখিত বিষয় ব্যাখ্যা করেন।

তিনি আরও বলেন, ব্রহ্ম হলেন শিব ও শক্তির সমন্বয়। এক টুকরো কাগজের দুটি দিক থাকে। যদিও তর্কের খাতিরে তারা দুইজন, তাদের এক কাগজের সত্তা থেকে আলাদা করা যায় না। কাগজের এক পাশ অপসারণ অন্যটির অস্তিত্ব বিপন্ন করে। মহাজাগতিক সত্তা পুরুষ ও প্রকৃতির সম্পর্ক ও তাই। তাদের কেউ অপরটিকে ছাড়া দাঁড়াতে পারে না। এ কারণেই বলা হয় যে তারা একটি অপরিহার্য অনুষঙ্গ।

অন্যদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গঙ্গা প্রসাদ পারসাইন এদিন আচার্য দিব্যচেতানন্দ অবধুতাকে তাঁর বিশ্ববিদ্যালয়ের অফিসে অভিনন্দন জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মাও।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato