
তেলিয়ামুড়াঃ
সারা দেশের ও রাজ্যের ন্যায় তেলিয়ামুড়াতেও যথাযোগ্য ভাবে পালন করা হয় নবম আন্তর্জাতিক যোগা দিবস। এদিন তেলিয়ামুড়ায় মূল অনুষ্ঠানটি হয় তেলিয়ামুড়া শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রমে মহকুমার যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও পুর পরিষদের সহযোগিতায়। সকাল সাত ঘটিকায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ, টিএসআর ও সিআরপিএফ এর জাওয়ানদের নিয়ে এক রেলি করা হয় তেলিয়ামুড়াতে। এরপর প্রদীপ প্রজ্জ্বোলন করে নবম আন্তর্জাতিক যোগা দিবসে শুভ সূচনা করে তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যানি সাহা রায়। যোগা বিষয় নিয়ে আলোচনা করে বিধায়িকা।
অপরদিকে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত বিএসএফের সেক্টর হেডকোয়ার্টারে বিএসএফের 80 ও 119 ব্যাটালিয়নের উদ্যোগে পালন করা হয় যোগা দিবস। উপস্থিত ছিলেন বিএসএফের সেক্টর কমান্ডেট এস, এস, সুধন, bsf119 নং ব্যাটালিয়নের কমান্ডেন সুরজ সিং ৮০ নং ব্যাটেলিয়ান কমান্ডেট দেবব্রত নেগি সহ অন্যান্য অফিসার ও তাদের পরিবারের লোকজন।