বিলোনিয়াঃ
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শাসনকালের ৯ বছর পূর্তি উপলক্ষে জন সম্পর্ককে সামনে রেখে ৩৫ বিলোনিয়া মন্ডলের উদ্যোগে বনকর শ্যামাপ্রসাদ মুখার্জী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় লাভার্থি সন্মেলন । মন্ডলের অন্তর্গত বিভিন্ন মোর্চার নেতৃত্ব ব্যাপক অংশের সাধারণ অংশের মহিলাদের উপস্থিতিতে এদিনের লাভার্তী সম্মেলনে কানায় কানায় পরিপূর্ণ ছিল শ্যামাপ্রসাদ মুখার্জী কমিউনিটি হল।এই দিনের আয়োজিত সন্মলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ভারতীয় জনতা পার্টি ৩৫ বিলোনিয়া মন্ডলের মন্ডল সভাপতি গৌতম সরকার , ভারতচন্দ্র নগর ব্লকের চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, বিজেপি দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি। প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভূমিক, মন্ডলের অন্যান্য পদাধিকারী গণ মহিলা মোর্চার নেতৃত্ব এবং মন্ডলের সাধারণ অংশের মা বোন অন্যান্য নেতৃত্বরা । লাভার্তি সম্মেলন কে কেন্দ্র করে মন্ডলের অন্তর্গত সাধারণ অংশের মহিলা মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।