বিশালগড়ঃ
প্রাক-প্রাথমিক এবং প্রাথমিকস্তরে ছাত্রছাত্রীদের ভাষাজ্ঞান এবং গানিতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শুরু হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতির অন্যতম পদক্ষেপ “নিপুণ ভারত” । আর ‘নিপুন ভারতে’র নিরিখে আমাদের রাজ্যেও বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক ‘নিপুন ত্রিপুরা’ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভাষাজ্ঞান এবং সাধারণ গাণিতিক জ্ঞানকে সমৃদ্ধ করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে খেলার ছলে বুঝে পড়ার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। সমগ্র রাজ্যের সাথে বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের উদ্যোগে বিশালগড়ের বিভিন্ন বিদ্যালয় এবং গ্রাম পঞ্চায়েতস্তরে ‘নিপুন ত্রিপুরা’ সমর্কিত সচেতনতা অনুষ্ঠানের আয়োজনের পর বৃহস্পতিবার বিশালগড় ব্লকভিত্তিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের উদ্যোগে বিশালগড়ের পুরানো টাউনহলে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কমিটির চেয়ারম্যান সুব্রত চৌধুরী, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেব্বর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশালগড় ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ‘নিপুন ত্রিপুরা’ প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং ছাত্রছাত্রীদের সঠিক এবং সামগ্রিক বিকাশে শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালম কমিটি সহ অভিভাবকদের একত্রে কাজ করার আহ্বান রাখেন।