
চড়িলামঃ
মঙ্গলবার দুপুরে ভারতীয় জনতা পার্টি ১৯ চড়িলাম মন্ডলের সংযুক্ত মোর্চার কার্যকরনী বৈঠক অনুষ্ঠিত হয় লীলা দেব স্মৃতি হলে। নরেন্দ্র মোদী সরকারের নয় বছর পূর্তি কালে একমাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হয় এই সংযুক্ত মোর্চার কার্যকরণী বৈঠক। চড়িলাম লীলা দেব স্মৃতি হলের বাইরে সংযুক্ত মোর্চার কার্যকরনী বৈঠকে দলীয় পতাকা উত্তোলন করেন চরিলাম মন্ডলের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা। সংযুক্ত মোর্চার কার্যকরনী বৈঠকে উপস্থিত হন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা, বিজেপি সিপাহীজলা উত্তরের সহ-সভাপতি ছন্দা দেববর্মা, চড়িলাম মন্ডলের প্রভারি বিশ্বজিৎ সাহা, চড়িলাম মন্ডলের সাতটি মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা বলেন ২০২৩ বিধানসভা নির্বাচনে ৯৩০০ ভোট পেয়েছে কংগ্রেস-সিপিএম। কোথায় থেকে সে ভোট গুলো আসলো ? বাম-কংগ্রেসের প্রার্থী নির্বাচনের আগে চার দিন ক্যাম্পিং করেছেন। বিগত দিনে উনাকে কেউ দেখেনি। তাহলে সে ভোটগুলি কোথায থেকে পেল। কোথায় গলদ ছিল । তা নিতে আত্মচিন্তন করতে হবে। হয়তো বেনিফিসিয়ারি নির্বাচনে কোন স্বজনপোষন হয়েছে, কারোর দাদা, কারোর মাম, অথবা কারোর চাচাকে বেনিফিসিয়ারি করে দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত করতে হবে। তার পাশাপাশি আগামীদিনে এইসকল ভুলগুলি সুধরে নিয়ে সংগঠনকে শক্তিশালি করে তুলতে আহ্বান রাখেন দলের কার্যকর্তাদের সামনে।