সিপাহীজলাঃ
অসুস্থ কন্যার চিকিৎসার জন্য টাকার অভাব । অসহায় জনজাতি পিতার পাশে দাঁড়াল সমাজ শিক্ষা এবং সমাজ কল্যান দপ্তর। সিপাহীজলা জেলার জম্পুইজলা মহকুমার সঙ্কুমাবাড়ির লুংকাম এডিসি ভিলেজের বাসিন্দা ভনলালহুন কাইপেং। তার একমাত্র কন্যা এমিলি কাইপেং দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে ভুগছিল। পরে সিপাহীজলা জেলা প্রশাসনের দ্বারস্থ হয় অসহায় পিতা। মঙ্গলবার সেই পিতার হাতে দুই লক্ষ টাকার সাহায্য রাশি তুলে দেন সিপাহীজলা জেলা শাসক ডাঃ বিশাল কুমার। জেলার সমাজ কল্যান এবং সমাজ শিক্ষা দপ্তরের জুভেনাইল জাস্টিস ফান্ড থেকে এই সাহায্যরাশি এমিলির পিতার হাতে তুলে দেওয়া হয়। মেয়ের চিকিৎসার জন্য এই সাহায্যরাশি পেয়ে অত্যন্ত আনন্দিত পিতা ভনলালহুন কাইপেং।