সিপাহীজলাঃ ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় কার্যনির্বাহি সভা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেসক্লাবে এই প্রথমবারের মত ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। রবিবারের সভার পর সোমবার বিভিন্ন রাজ্য থেকে আসা ইউনিয়নের প্রতিনিধিরা রাজ্যের দুটি পর্যটনস্থল পরিদর্শন করেন। সোমবার সকালে রাজ্যের সিপাহীজলা জেলায় অবস্থিত অন্যতম পর্যটনকেন্দ্র নীরমহল পরিদর্শনে আসেন ইউনিয়নের রাজ্য ও আন্তর্জাতীয় প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড জার্নালিস্ট ফেডারেশনের কার্যকারী কমিটির সদস্যা হোল্যান্ড থেকে আগত জার্নালিস্ট মিস গোগো , ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সাধারন সম্পাদিকা সাবিনা ইন্দ্রজিৎ, সভাপতি গীতার্ত পাঠক এবং কার্যকারী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যা শামীমা সুলতানা সহ বিভিন্ন রাজ্য থেকে আগত সাংবাদিক প্রতিনিধিরা। রাজন্য স্মৃতি বিজরিত মেলাঘরের নীরমহল দেখে আপ্লুত প্রতিনিধি দলটি। সোনামুড়াতে দুপুরের খাবার শেষে প্রতিনিধি দলটি চলে আসে বিশালগড়ের সিপাহীজলা জাতীয় উদ্যানের ডাকবাংলোতে। সেখানে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। বিধায়ক নিজে পুষ্প স্তবক দিয়ে সম্মান জানান ইউনিয়নের প্রতিনিধিদের।
বিধায়কের আতিথায়ত্ব এবং পুনরায় রাজ্য ভ্রমনের আমন্ত্রনে খুশি ব্যক্ত করেন বিভিন্ন রাজ্যের সাংবাদিকরা। জাতীয় প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক সন্তোষ গোপ, রাজ্য কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন, রাজ্য কমিটির সদস্য মাহবুব আলম ও উদয়ন চৌধুরী। সিপাহীজলা জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক টোটন চৌধুরী, বিশালগড় মহকুমা কমিটির উপদেষ্টা প্রসেনজিত রায়, সভাপতি মন্নান হক সম্পাদক গৌতম ঘোষ সহ বিশালগড় ও সোনামুড়া মহকুমা কমিটির জার্নালিস্ট ইউনিয়নের সকল সদস্যরা।