তেলিয়ামুড়া:
তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন সাড়া বছরই নানাবিধ সামাজিক কর্মসূচি করে আসছে। রক্ত দান শিবির স্বাস্থ্য শিবির, ব্যবসায়ীদের সুবিধাজনক বিভিন্ন প্রকল্প প্রদান ইত্যাদি। রবিবার ও তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে এবং কেভা কাইপো( হার্বাল সাপ্লিমেন্ট ) ইন্ডাস্ট্রির সহযোগিতায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করাহয়। তেলিয়ামুড়া এলাকার ছোট মাঝারী ব্যবসায়ী যারা দৈনন্দিত ব্যবসায়ীক কাজের জন্য নিয়মিত শারীরিক পরিক্ষা নিরিক্ষা করাতে পারেনা। তাদের সুবিধার্থে এদিনের এই স্বাস্থ্য শিবির। এদিনের স্বাস্থ্য শিবিরে কেভা কাইপো কোম্পানির তরফ থেকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সম্পুর্ন শরিরের বিনামূল্যে পরিক্ষা করাহয়, এবং পরবর্তী করনীয় পরামর্শ প্রদান করাহয়। এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন এর সম্পাদক তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সভাপতি কৃষ্ণপদ দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবির প্রসংগে মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় জানান, তেলিয়ামুড়া বাজারের ছোট মাঝারী ব্যবসায়ীরা নিজেদের ব্যাবসায়ীক কাজের জন্য সময়ের অভাবে বা সুযোগের অভাবে নিজেদের শারীরিক পরিক্ষা করাতে পারেননা তাদের সুবিধার কথা মাথায় রেখে আজকের এই স্বাস্থ্য শিবির। যাতে করে হাতের কাছে অতি সহযে চিকিৎসা পরিসেবা উনারা নিতে পারেন। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসুচী জারী থাকবে বলেও তিনি জানান।