Home ত্রিপুরা পিতামাতাহীন বিশালের ফলাফলে গর্বিত গোলাঘাটি

পিতামাতাহীন বিশালের ফলাফলে গর্বিত গোলাঘাটি

by News On Time Tripura
0 comment

গোলাঘাটি: খুশির আবহ গোলাঘাটি হাই স্কুলে। এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরিক্ষায় শতভাগ সাফল্যের রেকর্ড ছুঁয়েছে স্কুলটি। মোট ৪৩ জন পরিক্ষায় বসেছিল। উর্তীণ হয়েছে সবাই। প্রথম বিভাগে ৮ জন এবং দ্বিতীয় বিভাগে পাশ করেছে ১০ জন শিক্ষার্থী। এরমধ্যে সেরা বিশাল দেবনাথ। নানা প্রতিকূলতার মধ্যেও দারুণ রেজাল্ট করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৪৬৬ । অর্থাৎ ৯৩.২০ শতাংশ। সেরা দশের তালিকা ছুঁতে আর মাত্র দশ নম্বরের দরকার ছিল। ইংরেজি পরিক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় পিছিয়ে পড়েছে সে। তবে সেরা দশের জন্য পড়াশোনা করেনি সে। স্কুল বা বাড়িতে কেউ এ বিষয়ে উৎসাহ জোগায়নি কেউ। সবাই বলেছে ভালো ফলাফল করতে হবে। প্রথম বিভাগে পাশ করার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছিলো সে। বিশাল যখন দুই বছরের শিশু তখন সে পিতৃ-মাতৃহীন হয়ে যায়। বাড়ির জ্যেঠু জ্যেঠিমা জ্যাঠতুতো ভাই ছোট্ট বিশাল এবং তার বোন বৈশালীর দায়িত্ব কাঁধে তুলে নেন। জ্যাঠতুতো ভাই সুমন দেবনাথ এই দুই ভাই বোনের পড়াশোনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করেছে। বৈশাখী ভালো ছাত্রী। বিএড পড়ার প্রস্তুতি নিচ্ছে। বিশালের দারুণ ফলাফলে খুশি পরিবারের সবাই।

বিশাল জানান, সে দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করেছে। তিনজন প্রাইভেট টিউটরের কাছে ব্যাচে পড়তেন। বেশির ভাগ সময় খেলাধুলা নিয়ে ব্যাস্ত ছিল। এ কারণে পরিক্ষার এক মাস আগেও সিলেবাস শেষ করতে পারেনি। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার পর জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে গুজব ছড়িয়েছিল। তখন বিশালের পাড়ার সবাই বিনিদ্র রাত কাটাতেন। এ সময়ে সারা রাত পড়াশোনা করেছে বিশাল। তবে সে আপসোস করে জানান ,আমাকে সেরা দশের বিষয় নিয়ে কেউ পরামর্শ দিলে অবশ্যই করে দেখিয়ে দিতাম। যাক বর্তমানে সে বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে চাকরি নয়, সে ব্যবসা করতে চায়। শিল্প স্থাপনের ইচ্ছে রয়েছে তার। এতে অনেক বেকারের কর্মসংস্থান হবে। বড়ো হয়ে চাকরি দিতে চায় সে। তবে গ্রামের এই স্কুলে শিক্ষক সংকট রয়েছে। ইংরেজি বাংলা বিজ্ঞান শিক্ষক নেই। শিক্ষা দপ্তর এ বিষয়ে নজর দিলে আগামী দিনে স্কুলের রেজাল্ট আরও ভালো হবে বলে মনে করেন অভিভাবকরা। প্রধান শিক্ষিকা কিরণ প্রভা দেববর্মা জানান, প্রতিকূলতার মধ্যেও সকল শিক্ষকরা ছাত্র ছাত্রীদের ভালো ফলাফলের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে যাতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকে সেদিকে আরও নজর দেয়া হবে বলে জানান তিনি।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato