তেলিয়ামুড়াঃ
আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে তেলিয়ামুড়ার পৌর এলাকার আগাম জল নিষ্কাশনি ব্যবস্থার কাজ সরে জমিনে খতিয়ে দেখতে ময়দানে তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য, বর্ষাকালীন সময়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের অধীন বিভিন্ন এলাকা বর্ষার জলে প্লাবিত হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে এবছর তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে চলছে তেলিয়ামুড়া পৌর এলাকায় আগাম জল নিষ্কাশনি ব্যবস্থার কাজ। আর এই কাজ সরে জমিনে খতিয়ে দেখার জন্য পরিদর্শনে যায় তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়। এদিনের এই পরিদর্শন কালে ভাইস চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের অ্যাসিস্ট্যান্ট টাউন সুপারভাইজার সহ অন্যান্যরা। পৌর এলাকার বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণ থেকে শুরু করে, বিকল ড্রেইনিং সিস্টেমগুলিকে সচল করার বিপুল অর্থরাশি ব্যয় করে তেলিয়ামুড়া পৌর পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে। যাতে করে বর্ষাকালীন সময়ে সঠিক ভাবে জল নিষ্কাশনের মধ্য দিয়ে ওই সকল এলাকাগুলিকে জল প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। এবং বর্ষাকালীন মরশুম আসার আগেই যাতে কোনরকম সমস্যা ছাড়াই অতিদ্রুত যাতে এই কাজগুলি সম্পন্ন করা যায় এর জন্যই এই পরিদর্শনে যায় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়।।