সোনামুড়াঃ মানবিকতার নজির রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোনামুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসার পথে পথ দুর্ঘটনাগ্রস্ত আহতদের নিজের গাড়ি করে মেলাঘর হাসপাতালে পাঠালেন তিনি। আজ একাধিক দলীয় কর্মসূচি নিয়ে সোনামুড়াতে দিনভর কাটান প্রতিমা।সেই কর্মসূচিতে আসর পথে মেলাঘরের অদূরে পৌয়াং বাড়ি এলাকায় দেখতে পান একটি যাত্রীবাহী বাস ও অটো রিক্সার মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে আহত হন অটোতে থাকা মোট ৪ জন যাত্রী। দুর্ঘটনার পর যন্ত্রনায় কাতরাচ্ছিলেন আহতরা। তা দেখে নিজের কনভয় থামিয়ে রাস্তায় নেমে পড়েন প্রতিমা। নিজের গাড়ি করে তাদেরকে তড়িঘড়ি মেলাঘর হাসপাতালে পাঠান। প্রতিমার এই মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। অনেকেরই বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রী হয়েও গ্রাম থেকে উঠে আসা প্রতিমা এখনো রয়েছেন মাটির কাছাকাছি। তারই নজির এই ঘটনা।