Home ত্রিপুরা বিলোনিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান

বিলোনিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ বুধবার ৩১ শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠান পালন করা হয় । অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শ্রী শুভাশিস দাস মহাশয়। অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস, বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন শ্রী নিখিল চন্দ্র গোপ, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শ্রী অনুপম চক্রবর্তী, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের স্টেট নোডাল অফিসার ডাক্তার কল্লোল রায় এবং স্টেট সার্ভেলেন্স অফিসার ডাক্তার অন্তরা বণিক মহোদয়া। অনুষ্ঠানে তামাক সেবন না করার শপথ নেওয়ার সাথে সাথে এদিন বিশ্ব তামাকমুক্ত দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় । প্রধান অতিথির ভাষনে শুভাশিস দাস তামাকের ভয়াবহতা সম্বন্ধে উপস্থিত জনতার সামনে বিস্তারিত আলোচনা করেন। উন্মুক্ত স্থানে ধূমপান না করা এবং স্কুলের 100 গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করা ,আইন সম্বন্ধে আলোচনা করা হয়। এবং আগামী দিনে কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় এবং সারা বিশ্বের সাথে দেশ রাজ্য থেকে তামাকমুক্ত করা যায় তার দিক নির্ধারণ করেন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato