বিলোনিয়াঃ ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয় । সভাটি হয় আজ দুপুরে দুইটায় বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই দিনের আয়োজিত সভার উদ্ধোধন করেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী । সাথে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত সহ-সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস সহ অন্যান্য অতিথিরা । এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী গৌতম সরকার, দক্ষিণ জেলার আরক্ষা প্রশাসনের আধিকারিকগণ সহ অন্যান্য দপ্তর এবং সামাজিক সংস্থা, আইনজীবী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিগণ। আলোচনা সভায় বিভিন্ন অতিথিদের নিজ নিজ মতামত ব্যক্ত করার পর , উদ্বোধক তথা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী আলোচনা রাখতে গিয়ে বলেন মহিলাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার ও মহিলা কমিশন সদা সচেষ্ট । বাল্যবিবাহ কন্যা ভ্রুণ হত্যা সহ নারী সংক্রান্ত অপরাধ , নেশার কবর থেকে যুব সমাজকে রক্ষার বিষয়ে সকলকে সচেতন হতে এবং এই ধরনের অপরাধ সমাজ থেকে কিভাবে নির্মূল করা যায় সে বিষয়ে তিনি সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান রাখেন।