আগরতলা: হিংসা ও বিদ্বেষের আগুনে জ্বলছে মনিপুর, অগ্নিগর্ভ পরিস্থিতি। ৩রা মে থেকে শুরু হওয়া এই হিংসার আগুন আজ ২৭ দিন পরেও সমহিমায় জ্বলছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর ২৭ দিন পরেও মনিপুরের আগুন নেভাতে ব্যর্থ। আর এই হিংসার আগুনে সর্বাধিক প্রভাবিত মণিপুরের স্থানীয় এবং প্রবাসী নিবাসীরা । শতাধিক মৃত্যু, সহস্র পরিবার ঘর বাড়ি থেকে শুরু করে সর্বস্ব হারিয়েছে। উভয় সম্প্রদায়ের বহু পরিবার আজ সর্বশান্ত, শিশু থেকে বৃদ্ধ অগণিত মানুষের আশ্রয় হয়েছে ত্রাণ শিবিরে। আর প্রতিবেশীদের এই কঠিন সময়ে মনিপুরের প্রতিটি নিবাসীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন, মানবতাবাদী কতিপয় যুবক। নিজেদের মানবিক প্রচেষ্টায় মনিপুরের বিভিন্ন ত্রাণ শিবির গুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার উদ্যোগ নিল এই দামাল যুবকেরা।
কোন নগদ অর্থ সংগ্রহ না করেই শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী যোগান করে মণিপুরের ভাই বোনেদের জন্য পাঠালেন রাজ্যের এই উদ্যমী যুবকেরা। কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর নয়, রাজ্যের সকল সম্প্রদায়ের, সকল গোষ্ঠীর মানুষের নিঃস্বার্থ দানের মধ্য দিয়ে মণিপুরের দাঙ্গা কবলিত সাধারন মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পাঠানো হয় ত্রাণ সামগ্রী, সেখান থেকে উড়োজাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয় মণিপুরের বিভিন্ন ত্রান শিবিরগুলোতে।
রাজ্যের মানবিক মুখ মনিপুরের মানুষের কাছে তুলে ধরা এই উদ্যমি যুবকেরা আবারো প্রমাণ রাখলো, মানবতা এখনো জীবিত আছে আর মানুষ মানুষের জন্য । মণিপুরে এই অস্থায়ী পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যের এই মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যুবকদের বার্তা “We stand for peace in Manipur. With love from Tripura. “