উদয়পুরঃ “রক্ত দিন জীবন বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে রবিবার উদয়পুর ভাঙ্গার পারস্থিত ৪৯তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে নবারুণ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস সহ ক্লাব কর্তৃপক্ষরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণীত সিংহ রায় বললেন প্রতিদিন কোথাও না কোথাও জায়গায় চলছে রক্তের সংকট। রক্তদান মহৎ দান এর থেকে বড় আর কিছু হতে পারে না। রক্তদানের মধ্যে দিয়ে একজন মূমুর্ষ রোগী কে বাঁচানো সম্ভব। প্রচন্ড দাবদাহের মধ্যে ও রক্তদানের মতো মহৎ কর্মসূচি করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান । এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন।