উদয়পুরঃ
সম্প্রীতি উদয়পুর রাইয়াবাড়িতে ঘটে যাওয়া ঘটনা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, বীভৎস , অমানবিক ও স্বৈরাচারী শাসনের নমুনা বললেন জিতেন চৌধুরী। শনিবার উদয়পুর রাইয়াবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর। শনিবার জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে চার বিধায়কের এক পরিষদীয় দল ঘটনাস্থলে আসে। জিতেন্দ্র চৌধুরী ছাড়াও পরিষদীয় দলে ছিলেন বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক রামু দাস, সিপিআইএম মহাকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা।
এদিন উচ্ছেদ করা প্রতিটি পরিবারের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন পরিষদীয় দলের নেতৃত্বরা। এরপর পরিদর্শন শেষে ফিরে এসে জামতলা স্থিত উদয়পুর সিপিআইএম মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, এটা কোন স্বৈরাচারী শাসনের নমুনা ? এই দেশ তো সহিষ্ণুতার দেশ। বুলডোজার দিয়ে দরিদ্র খেটে খাওয়া মানুষের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়াটা কি সুশাসন ? তিনি আরো বলেন প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে প্রকৃত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি তাদের স্থায়ী বাসস্থানেরও সুবিধা করে দিতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।