উত্তর জেলাঃ বৃহস্পতিবার সকালে উত্তর জেলার ধর্মনগর স্হীত জেলা শাসকের কনফারেন্স হলে একটি রিভিউ মিটিং-এ যোগ দিতে এসে প্রথমে তিনটি সিএসসি মোবাইল ভেনের উদ্বোধন করেন যুব কল্যাণ,ক্রীড়া, সমাজ কল্যাণ,সমাজ শিক্ষা ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।পরে তিনি সোস্যাল ওয়েলফেয়ার, সোস্যাল এডুকেশন,লেবার ও স্পোর্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন। এই রিভিউ মিটিং-এ দপ্তরের আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। এদিনের রিভিউ মিটিং-এ উপস্থিত ছিলেন জেলা শাসক নাগেশ কুমার বি, মহকুমা শাসক বিবেক এইচ বি, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তারপর এদিন বিকেলে তিনি কদমতলা সিডিপিও অফিস পরিদর্শনে যান। সেখানে সিডিপিও অয়ন ভৌমিককে না পেয়ে অফিস কক্ষে বসে অফিসের কর্মচারীদের সাথে কথা বলেন মন্ত্রী। সেখানে কর্মচারীদের সাথে কথা বলে তিনি তাদের সমস্যার কথা শুনেন। সেখান থেকে তিনি সিডিপিও এর গোডাউন পরিদর্শন করেন। গোডাউনে রাখা চালের বস্তার উপর ছত্রাক পড়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে পড়েন। খোঁজ নিয়ে নষ্ট ৩৪ বস্তা মিশ্রিত চালডালের কি অবস্থা হয়েছে তা দেখেন তিনি। কি কারণে এই মিশ্রিত চালডাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো হলোনা তা স্টোর কিপার শ্রীবাস পালের কাছে জানতে চান।কিন্তু সঠিক কোন উত্তর দিতে পারেনি স্টোর কিপার। মন্ত্রী জানিয়েছেন, তিনি সংবাদ মাধ্যম থেকে এই ঘটনার খবর পেয়ে খোঁজ নিতে এসেছেন। তিনি জানিয়েছেন, কিছু দিন আগে সারা দেশে ডাল ছিল না। যার ফলে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল পরিষেবা চালাতে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। বর্তমানে দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে প্রয়োজনে বাজার থেকে ডাল ক্রয় করে পরিষেবা চালু রাখার জন্য।সাথে কি কারণে গোডাউনে চালডাল থাকা স্বতেও সেগুলি দেওয়া হয়নি তার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।