বগাফাঃ
বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠীত করাহয় বুধবার ।
রাজ্যসরকার চাইছে কৃষকদের আয় দ্বীগুন করতে। রাজ্যসরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজকরেযাচ্ছে বগাফা কৃষিদপ্তর। বগাফা কৃষিদপ্তরে তত্বাবধায়ক সুজিত কুমার দাস প্রতিনিয়ত কৃষকদের ভালোভাবে কৃষিজফসল উৎপাদনের জন্য কি কি করনীয় প্রয়োজন তানিয়ে পরামর্শ প্রদান করে থাকেন। তত্বাবধায়ক সুজিত কুমার দাস কৃষকদের কম পরিশ্রমে ও কম অর্থ ব্যায়করে কিভাবে বেশি পরিমানে কৃজিষ ফসল ফলানো যায় তা নিয়ে প্রশিক্ষন প্রদান করেন। এই কর্মশালার মাধ্যমে উন্নতমানের প্রযুক্তিতে কিভাবে কৃষিজফসল উৎপাদন করাযায় তানিয়ে প্রশিক্ষন প্রদান করাহয়। তত্বাবধায়ক সুজিত কুমার দাস শান্তির বাজারে আসার পর পলিমালচিং পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের উপর গুরুত্বদিয়েছেন। এই পদ্বতিতে ১৪ নং ওয়ার্ডের এক কৃষক লঙ্কার চাষ করেছন। এই পদ্বতিতে লঙ্কা চাষকরে কৃষকের ভালোপরিমানে লঙ্কার ফলন হয়েছে। পাশাপাশি বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে কৃষকদের কৃষিজ জমিতে পোঁকার আক্রমন কমানোর জন্য ইয়েলো স্টিকি কার্ডের ব্যাবহার সম্পর্কে জানানো হয় এবং কিছু সংখ্যক কৃষকদের হাতে ইয়েলো স্টিকি কার্ড তুলে দেওয়া হয় । তাছাড়া স্বল্প পরিমানে বাড়িতেই ফসল উৎপাদনের জন্য কিছু উন্নতমানের ফ্লো ব্যাগ দেওয়া হয়। তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান এলাকার কৃষকরা জৈবিক পদ্বতিতে কৃষিজ ফসল উৎপাদন করেন তাই কৃষকদের থেকে দাবি উঠছে এখানে ভার্মি কমোষ্ট পিড দেওয়ারজন্য। সেক্ষেত্রে এলাকার কাউন্সিলার দের প্রতি আহব্বান রাখেন ত্ত্বাবধায়ক।