বিশালগড়ঃ
এবার এলাকার জন সাধারনের জলের সমস্যার সমাধানে মাঠে নামলেন বিধায়ক। বিশালগড় পুর পরিষদের ৩ নং ওয়ার্ডের ২নং গৌতম কলোনী এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছিল। বুধবার স্থানীয় বিধায়ক সুশান্ত দেব এলাকা পরিদর্শনে যান এবং ঐস্থানে শীঘ্রই জলের পাম্প বসানোর উদ্যোগ গ্রহন করেন। বিধায়কের সাথে DWS এর আধিকারিকরাও ছিলেন। উক্ত স্থানে এর আগে একটি জলের পাম্প ছিল, কিন্তু ইহা দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে আছে। স্থানীয় বিধায়ক বুধবার সেই স্থান সরেজমিনে পরিদর্শন করে সেই স্থানেই নতুন করে জলের পাম্প বসিয়ে এলাকার পানীয় জলের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহন করেন। বিধায়কের এই পদক্ষেপে খুশি ব্যাক্ত করেন এলাকাবাসী।