বিশালগড়ঃ বিশালগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রবিবার। সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হন ভবতোষ ঘোষ। আর সম্পাদক পদের জন্য নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন তাজুল ইসলাম। রবিবার সকালে প্রেসক্লাবের ৩০ জন সদস্যদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। পরবর্তী সময় প্রেস ক্লাবের প্রয়াত দুই প্রবীন সাংবাদিক রঞ্জিত দেবনাথ এবং সুব্রত সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং রাজ্য ও দেশ-বিদেশের প্রয়াত সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে বিদায়ী সম্পাদকের সম্পাদকীয় প্রতিবেদন এবং একে একে প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাধন দেবনাথ এবং সদস্য কৃষ্ণ পাল আলোচনা রাখেন। পরে বিদায়ী সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে পুরানো কমিটি ভেঙে দেন। তারপর মধ্যাহ্ন ভোজনের পর শুরু হয় নতুন কমিটি গঠন প্রকৃয়া। যেখানে সর্বসম্মতিক্রমে ভবতোষ ঘোষ পুনরায় সভাপতি হিসাবে নিযুক্ত হন এবং নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত সম্পাদক হিসাবে তাজুল ইসলাম নির্বাচিত হন। পরবর্তী সময় সাত জনের কার্যকরী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নব নির্বাচিত সম্পাদক।