গন্ডাছড়াঃ আজ গন্ডাছড়া মহকুমার ধলাঝাড়ী স্হিত পঞ্চায়েত হল ঘরে চাকমা সামাজিক ধলাঝাড়ী চাগালা জধার তৃতীয়বারের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি তিন বছর অন্তর অন্তর চাকমা সামাজিক রেজ্য পরিষদের আদেশ মোতাবেক কমিটি বা কারবারি পুনর্গতন করা হয়। স্তর বেদে মূলত কার্বারী পরিষদ চারটি স্তরে ভাগ করা হয়েছে। সেগুলি হল আদাম পঞ্চায়েত, চাগালা পঞ্চায়েত, সুলোয়ানী পঞ্চায়েত এবং রাজ্য পরিষদ। মূলত 11 টি গ্রাম নিয়ে ধলাঝাড়ী চাগালা জধা। আজকের এই 11 টি গ্রাম থেকে প্রত্যেকটি কার্বারী জধার কার্বারী এবং সদস্যরা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়। সকাল ৮ ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের এর মাধ্যমে আজকের এই সম্মেলনের শুভ সূচনা করেন সমাজসেবী বিকাশ চাকমা। সভাপতির আসন অলংকৃত করেন ধলাঝাড়ী চাগালার কার্বারী বিরজিৎ চাকমা। তাছারাও উপস্থিত ছিলেন সুলোয়ানী কার্বারী বৈকুন্ঠ চাকমা, চাগালা হাবিদ্যাঙ জয়মনি চাকমা, কালা রাম চাকমা, সুভাষ চাকমা সহ অন্যান্য মাই মুরুব্বিগণ। রাজ্য পরিষদের আদেশ মোতাবেক আজকে পুরনো কমিটিকে ভেঙ্গে মোট ৩৩ জনকে নিয়ে আজকের এই কমিটি গঠন করা হয়। ৩৩ জনকে দায়িত্বভার দেওয়ার পর শপথ বাক্যও পাঠ করা হয়। প্রত্যেক গ্রাম কারবারি, আজকের এই সম্মেলনে গত তিন বছরে কি কি কাজ করেছেন তার বিস্তারিত হিসাব ও গ্রামের পরিস্থিতি কি চলছে তা সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।