বিলোনিয়াঃ আজ দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া সার্কিট হাউসে মৎস্য ,পশুপালন এবং তফশীলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের নিয়ে তিনটি দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন মৎস্য, পশুপালন এবং তফশীলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও বৈঠক উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, প্রমোদ রিয়াং, বিধায়িকা স্বপ্না মজুমদার এবং দপ্তর গুলির সচিব।এই বৈঠকে কি করে মাছ, মাংস, দুধ এবং ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যালোচনা বৈঠক শেষে মন্ত্রী জানান পশুপালন দপ্তর একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এই দক্ষিণ জেলায় মাছ ,মাংস ডিম ,দুধ ইত্যাদির চাহিদা কি রয়েছে এবং উৎপাদন কি রয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাছের উৎপাদন ও চাহিদা নিয়ে আলোচনা হয়। কিভাবে এই বিষয়গুলিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এছাড়াও প্রাণিসম্পদ যা রয়েছে সেগুলির মৃত্যুহার কি রয়েছে এবং কিভাবে তাকে মানুষ সম্ভব সে নিয়ে ও আলোচনা হয়। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন নিয়ে ও বিস্তারিতভাবে আলোচনা হয়। মন্ত্রী সকলকে অনুরোধ করে বলেন যাতে সরকারি কাজগুলি যথাযথভাবে পরিচালিত হয় এবং সুবিধাভোগীরা যাতে অতি সহজে সুবিধা গুলি গ্রহণ করতে পারে সে বিষয়ে সদর্থক ভূমিকা নিয়ে কাজ করার জন্য। সেই সাথে তিনি সকলকে সতর্ক করেন যদি কর্তব্যে গাফিলতি হয় তাহলে তার পরিণাম পেতে হবে। আর যথাযথভাবে কর্তব্য পালন করলে তার জন্য পুরস্কৃত ও করা হবে।