শান্তিরবাজারঃ মঙ্গলবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত সাঁচীরামবাড়ী নবম বাহিনী টি এস আর ক্যাম্পের হেডকোয়াটারে টি এস আর জোওয়ান ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্দ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করহয়। আজকের এই রক্তদানশিবিরের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করলের দক্ষিন জেলার অতিরুক্ত পুলিশ সুপার মিহিরলাল দাস। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিতছিলেন নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট রাজীব নাগ,মহকুমার পুলিশ আধিকারিক, শান্তির বাজার থানার ওসি সহ অন্যান্যরা। আজকের এই রক্তদানশিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে কমানডেন্ট রাজীব নাগ জানান নবম বাহিনী টি এস আর এর অধিকাংশ জোওয়ান ছত্রিশগড়ে কর্মরত অবস্থায় রয়েছে। কর্মী সল্পতার মধ্যেও নিজ দায়িত্ব পালনের পাশিপাশি সামাজিক কর্মসূচী করেযাচ্ছে নবম বাহিনীর টি এস আর জোওয়ানরা। কমানডেন্ট জানান উনারা বিগত কয়েকদিন আগেও কর্মী সল্পতার মধ্যে রক্তদানশিবিরের আয়োজন করেছে। এরইমধ্যে আজ রক্তদান শিবিরের আয়োজনকরাহয়। আজকের এই রক্তদান শিবিরে মোট ১৫ জন জোওয়ান রক্তদান করেছেন। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত জোওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।