বিশালগড়ঃ পুলিশ এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সরব হচ্ছেন সুপ্রীম কোর্ট এবং হাই কোর্টের বিচারপতিরা। মানবাধিকার এবং পুলিশি ব্যবস্থার উপর মন্তব্যও করেছেন অনেকে। সংশোধনাগারে কয়েদীদেরও মানবাধিকার থাকে। সেগুলো সঠিক মত পালন হচ্ছে কি-না। ঐসকল বিষয়গুলো খতিয়ে দেখেন উচ্চ আদালত সহ অন্যান্য আদালতের বিচারপতিরা। শনিবার এমনই এক আকশ্মাত পরিদর্শনে বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন রাজ্যের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি টি অমরনাথ গৌড়। শনিবার দুপুরে তিনি বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে যান। সেখানে তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন কারারক্ষীরা। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রধান বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। প্রধান বিচারপতি সহ অন্য আধিকারিকরা সংশোধনাগারের ব্যবস্থাপনা, কারা আবাসিকদের সুবিধা-অসুবিধা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। কোথাও কারা আবাসিকদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে কি-না তাও তাঁরা খতিয়ে দেখেছেন। কথা বলেছেন সংশোধনাগারের আধিকারিকদের সঙ্গে। মূলত এটা ছিল রুটিন পরিদর্শন। প্রায়শই সংশোধাগারে পর্যায়ক্রমে পরিদর্শন করেন প্রধান বিচারপতি। শনিবারের এই পরিদর্শন তারই অঙ্গ মাত্র।