বিশালগড়ঃ রাজধানী থেকে ২০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত বিশালগড় ২০০৯ সালে নগর পঞ্চায়েত পরিনত হয়। তারপর কালক্রমে বিশালগড় এখন পুর পরিষদ। নামে পুর পরিষদ হলেও এখনো বিশালগড় শহরের রুপ পায়নি। বিগত দিনে দীর্ঘ সময় সিপিএমের দখলে থাকলেও বিশালগড় পুর এলাকায় সেরকম উন্নয়ন চোখে পরেনি পুরবাসীর। এমনকি স্থানীয় নাগরিকদের সামান্য সময় কাটানোর জন্য একটি উদ্যান কিংবা পার্কের ব্যবস্থাও হয়নি নামমাত্র এই শহরে। এবার কথামত বিশালগড়কে সাজানোর কাজে নেমে পরেছেন নব নির্বাচিত তরুন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড়ের মুল শহরের প্রান কেন্দ্রে ডাক বাংলা নামক একটি পরিত্যাক্ত পুকুরকে সংস্কার করে তার ধারে সুদৃশ্য পার্ক তৈরী করার উদ্যোগ নিয়েছেন বিধায়ক। দিনের একটা সময় মায়েরা তাদের সন্তানদের নিয়ে এবং বয়জ্যাষ্ঠরা সামান্য পায়চারি করার এবং মুল্যবান সময় কাটানোর সুযোগ পাবেন। পুকুরের চারপাশে বসার ব্যবস্থা থাকবে। ফুল-ফলের গাছ লাগানো হবে। আলোক মালায় গাঁথা হবে চারিদিক। অবসরকালীন বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হবে পরিত্যাক্ত এই ডাকবাংলো জলাশয়টি। দায়িত্ব পাবার সাথে সাথেই কাজে লেগেছেন বিধায়ক। শুক্রবার বিশালগড় মহকুমা শাসক এবং পুর পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে পুকুরটি পরিদর্শন করেন বিধায়ক সুসান্ত দেব। কিছুদিনের মধ্যেই পুকুরটি সংস্কারের কাজে হাত লাগানো হবে এবং তারপর সরকারি প্রয়োজনীয় কাজ সেরে জলাশয়টিকে নতুন রুপ দেওয়ার কাজ শুরু হবে।