চড়িলামঃ প্রথমবারের মত ভারতরত্ন অটল বিহারী বাজপেজী চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিল ছাত্র-ছাত্রীরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় বুধবার থেকে । ভারতরত্ন অটল বিহারী বাজপেজী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেনু দেওয়া হয়। চড়িলামের লাল সিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেজী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয় এই সেন্টারে । এই বছর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যালয়ের ২৩৮ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে। মোট সাতটি রুমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই বিদ্যালয় পরিদর্শন করেন বিশালগড় মহকুমার ডিসিএম সৌরদীপ দেবনাথ, ডিসিএম সুব্রত সাহা। ভারতরত্ন অটল বিহারি বাজপেজী চরিলাম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রিন্সিপাল মণিময় ভৌমিক বলেন পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। উল্লেখ্য প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর হাত ধরেই চড়িলামে ভারতরত্ন অটল বিহারী বাজপেজী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি নতুন রূপ পায়। তারপর বিদ্যালয়টির ক্রমাগত উন্নয়নে চড়িলাম বাসীদের মধ্যে আনন্দ পরিলক্ষিত হয়।