বিলোনিয়াঃ
সোমবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়লো বিলোনিয়া শহরের এক নং টিলা প্রভাতী বাজার সংলগ্ন তমাল কান্তি বণিকের বাড়িসহ নয়টি গরীব ব্যবসায়ীর দোকান এবং একটি ভাড়াটিয়া ঘর। পুড়ে ছাই পরীক্ষার্থীর বই কাগজপত্র সহ ঘরের সমস্ত জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 22 লক্ষেরও বেশি হবে বলে জানান বাড়ির মালিক তমাল কান্তি বনিক। এছাড়ও ব্যবসায়ী এবং ভাড়াটিয়াদের আরো কয়েক লক্ষ টাকা। ঘরের মধ্যে পুড়িয়ে মারার উদ্দ্যেশে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা যায় । এরকম জঘন্যতম ঘটনায় আতঙ্কের পাশাপাশি , নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা । তবে কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই নাশকতামুলক ভাবে আগুন লাগানো হয়েছে ।
এদিকে সর্বশান্ত বাড়ির মালিক তমাল কান্তি বনিক সরকারের কাছে সাহায্যের আবেদন জানান ।খবর পেয়ে সকালে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিলোনিয়া কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী তথা ৩৫ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার ঋষ্যমূখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক এলাকার নেতৃত্ব মানিক দাস সহ অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তারা । ক্ষতিগ্ৰস্ত পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর,প্রশাসনের সাথে কথা বলেন যাতে দ্রুত তদন্ত করে এই অসহায় পরিবার এবং ব্যবসায়ীদের যাতে যথাযথ সাহায্যের ব্যাবস্থা করেন সেই আবেদন জানান উপস্থিত নেতৃত্বরা।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক রতন ভৌমিক। সবকিছু খতিয়ে দেখে তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য এবং ঘটনার প্রকৃত তদন্ত করে রহস্য উদঘাটনের আশ্বাস দেন মহকুমা শাসক ।