Home VIDEO বৃষ্টি নেই, জলের অভাবে চিন্তায় কৃষকরা

বৃষ্টি নেই, জলের অভাবে চিন্তায় কৃষকরা

by News On Time Tripura
0 comment
তেলিয়ামুড়া

তেলিয়ামুড়াঃ জলের অভাবে ধুকছে কৃষক। নস্ট হচ্ছে পরিপক্ক হওয়ার আগেই বিভিন্ন সব্জির ক্ষেত। কৃষকের কপালে চিন্তার ভাজ।চাষিদের সমস্যা সমাধানে জল দপ্তরের নেই কোনো পদক্ষেপ। ত্রিপুরারাজ্যে তেলিয়ামুড়া মহকুমা এলাকার সব্জি চাষের জন্য যথেস্ট খ্যাতি রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সব্জির চাহিদা পুরন করে আসছে তেলিয়ামুড়ার কৃষকেরা দীর্ঘ বছর ধরে। কিন্তু পর্যাপ্ত জলের অভাবে জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে কৃষক কুল। তেলিয়ামুড়া মাইগংগা এলাকার মনাইপাথর এলাকার এক কৃষক নিজের জমিতে কারকোল এবং ডেরস চাষের জন্য বীজ রোপন করেছিলেন। কিন্তু জমিতে সেচের জলের অভাবের দরুন চিন্তায় পরেছেন জনৈক চাষি। আলাপ চারিতায় তিনি জানান উনার জমি থেকে কেনেলের দুরত্ব অনেকটা বেশি হওয়ার কারনে কেনেলের জলের সাহায্য থেকেও বঞ্চিত হচ্ছেন। স্থানীয় এম আই দপ্তর তাদের এই জলের সমস্যা সমাধানের কোন উদ্যোগ না নেওয়ার অভিযোগ করেন কৃষকেরা। অগত্যা বাধ্য হয়ে কৃষকরা অতিমূল্যে জলের মেশিন ভাড়াকরে জমিতে জল দেওয়ার ব্যবস্থা করছেন বলেও জানান চাষিরা। তিনি জানান দিনে একবার জমিতে জল দিতে প্রায় ১ থেকে দের হাজার টাকা খরচ করতে হয়। কিন্তু তাতেও পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া সম্ভব হয়না। ফলে ফসল পরিপক্ক হতে যে খরচ পরবে তাতে লাভের মূখ আধোও দেখবেন কিনা সে নিয়েও সংশয়ে রয়েছেন তিনি। কিন্তু কিছু যে করারও নেই কারন কৃষিই তাদের আয় উপার্য্নের একমাত্র ভরসা। কাজেই সভাবতই দাবি উঠছে অতিদ্রুত যেন স্থানীয় জল দপ্তর পাম্প মেশিন স্থাপন করে স্থানীয় কৃষকদের জমিতে জলের সমাধানে এগিয়ে আসে।

You may also like