তেলিয়ামুড়াঃ
বছরে চাষাবাদ করা যায় একই জমিতে চারবার। এমন চাষাবাদের মধ্যে একটি অন্যতম হলো পান চাষ। এই পান চাষাবাদ করে একাংশ কৃষক কুল সাবলম্বীও হয়েছে। কিন্তু বর্তমানে পান চাষীরা পান চাষাবাদ করে ক্ষতির সম্মুখীন। পান চাষীদের বক্তব্য বাজার মন্দা চলছে। বর্তমানে পান বাজার জাত করে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। স্বাভাবিকভাবে কৃষকরা ক্ষতির মুখে। প্রশাসনিকভাবে পান চাষাবাদের জন্য সরকারি সাহায্য-সুবিধা থেকে বঞ্চিত তারা। জৈনক ও পান চাষীর সাথে কথা বলে জানা যায়, বছরে চারবার চাষাবাদ করা সম্ভব হয় যদি অনুকূল পরিবেশ থাকে। তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন ব্রহ্ম ছাড়া এলাকার এক পান চাষী তথা কেশব ভট্ট জানান, পান চাষাবাদের জন্য সার কীটনাশক ওষুধপত্র সবকিছুই বাজার থেকে ক্রয় করেতে হয় খুবই চড়া দাম। চাষাবাদের জন্য ওই সব সামগ্রীগুলি সরকারিভাবে তিনি পান না। পান চাষাবাদের বিষয়টি নিয়ে কৃষি দপ্তর থেকে কয়েকবার উনার পানের বর পরিদর্শন করে গেলেও সরকারিভাবে সাহায্য সহযোগিতা জোটে নি কেশব বাবুর কপালে। যদিও কেশব ভট্ট পরিবারের লোকজনরা দীর্ঘ বছরের পর বছর ধরে এই পান চাষাবাদ করে আসছে। পূর্বে এই পান বাজারজাত করে লাভের মুখ দেখতে পেয়েছিলেন। কিন্তু বর্তমানে পান বাজার জাত করে ক্ষতির সম্মুখীন কেশব ভট্ট। তিনি এও জানালেন বর্তমানে পানের বাজার মন্দা চলছে।
উনার দাবি প্রশাসন যাতে এই পান চাষাবাদ করার জন্য সরকারিভাবে কৃষি দপ্তরের মাধ্যমে সার কীটনাশক ঔষধপত্র প্রদান করেন।