Home বিনোদন ৩ দশকের অপেক্ষা, একসঙ্গে পর্দায় ফিরছেন আমির-সলমান জুটি ?

৩ দশকের অপেক্ষা, একসঙ্গে পর্দায় ফিরছেন আমির-সলমান জুটি ?

by News On Time Tripura
0 comment

মুম্বাইঃ নব্বইয়ের দশকের সুপারস্টার অভিনেতারা এখন পোক্ত প্রযোজক। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন বলিউডের তাবড় তারকারা। বলিপাড়ায় ৩ খান তাঁদের মধ্যে অন্যতম। শাহরুখ খান, আমির খান ও সলমন খান। অভিনয়ের পাশাপাশি সমানতালে চুটিয়ে ছবি প্রযোজনাও করছেন এঁরা। খবর, পরবর্তী ছবির জন্য প্রযোজনাকেই বেছে নিয়েছেন আমির খান। শোনা যাচ্ছে, গত ছয় মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন আমির, একের পর এক স্ক্রিপ্ট পড়ছেন, কথা বলছেন নিজের পরিচালকের সঙ্গে। প্রস্তুতি নিচ্ছেন আগামী কাজের। এ রকমই একটি কাজের জন্য পরিচালক আর এস প্রসনার সঙ্গে চিত্রনাট্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা। খবর, সেই ছবিতে মুখ্য চরিত্রের জন্যই সলমন খানকে বেছেছেন আমির। আমিরের ধারণা, ছবির ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে সলমনকেই সবচেয়ে ভাল মানাবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সলমনও আমিরের সঙ্গে সেই ছবিতে কাজ করতে উৎসাহ দেখিয়েছেন।

You may also like