শান্তিনগরঃ
খোয়াই মহকুমায় সর্বপ্রথম পেভার ব্লক দিয়ে গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তা তৈরি করে দিল খোয়াই পূর্ত দপ্তর। মঙ্গলবার বিকেলে একটি রাস্তার শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে দেড় কিলোমিটার মাটির রাস্তাকে পেভার ব্লক দিয়ে টেকসই ও মজবুত রাস্তা তৈরি করা হয়। রাস্তাটির নামকরণ করা হয় ক্ষুদিরাম বসু রোড। বিধায়কের কাছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ মাটির রাস্তাটি নতুন করে তৈরীর জন্য।স্থানীয় বিধায়ক এলাকার জনগণকে কথা দিয়েছিলেন এই রাস্তাটিকে বিজ্ঞানসম্মত ও আধুনিক ভাবে তৈরি করে দেবেন। মঙ্গলবার বিকেলে ফলক উন্মোচন করে এই রাস্তাটির উদ্বোধন করলেন বিধায়ক।
এ বিষয়ে পূর্ত দপ্তরের আধিকারিক জানান এই ধরনের রাস্তার টেকশই হয় বহুবছর। বিশেষ একটা সারাইয়ের প্রয়োজন হয় না। শান্তিনগরের গারোবস্তিতে দেড় কিমি, কৃষ্ণ চরণপাড়ায় ৩৪০ মিটার এবং তেলিয়ামুড়া খোয়াই এর আলেপসা রাস্তায় এক কিমি ২০০ মিটার পেভার ব্লক দিয়ে তিনটি রাস্তা তৈরি করা হয়েছে ১৬ মাসের মধ্যে। যার জন্য খরচ হয়েছে দুই কোটি ২০ লক্ষ ১০ হাজার ৬২৭ টাকা। এই পেভার ব্লক দিয়ে রাস্তা করতে প্রতি স্কয়ার মিটারে খরচ হয় ১৩শ ৭৫টাকা।