শান্তিরবাজারঃ
আবারো অস্ত্রোপচারে বিশেষ সাফল্য অর্জন করলো শান্তির বাজার জেলা হাসাপাতলের চিকিৎসকরা। বর্তমানে শান্তির বাজার জেলা হাসাপাতলে চিকিসা পরিষেবার অনেক উন্নতি হয়েছে। অস্ত্রোপচারে বর্তমান সময়ে বিশেষ সাফল্য অর্জন করছে শান্তির বাজার জেলা হাসাপাতালের চিকিৎসকরা। বর্তমান সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অজয় পাল, ডাক্তার বিনয় দেবনাথ, ডাক্তার সৌরভ লোধ, ডাক্তার শান্তুনু দাস , এম এস ডাক্তার জে এস রিয়াং এর যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার জেলা হাসাপাতের চিকিৎসার ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিগত কিছুদিন যাবৎ শান্তির বাজার জেলা হাসাপাতলে চিকিৎসকদের উদ্দ্যোগে জটিল অস্ত্রোপচারে বিশেষ সাফল্য অর্জন করেছে। পায়ে জটিল ঘা নিয়ে এক মমুর্ষরুগি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে কোনোপ্রকার সঠিক চিকিৎসা না পেয়ে শান্তির বাজার জেলা হাসাপাতালে এসে সঠিক পরিষেবা পান। সম্পূর্ন বিনামূল্যে এই অস্ত্রপ্রচার করা হয়েছে বলে জানান চিকিৎসক অজয় পাল।
অপরদিকে বিশ্রামগঞ্জের এক শিশুর অস্ত্রোপচারে বিশেষ সাফল্য অর্জন করে এই হাসপাতাল । বর্তমানে সঠিক চিকিৎসা পরিষেবা পেয়ে শিশুটি সম্পুর্ন সুস্থ । শান্তির বাজার জেলা হাসাপাতালের চিকিৎসক অজয় পাল জানান সকলধরনের অস্ত্রপচার বিনামূল্যে সরকারিভাবে করানো হচ্ছে। এতে করে সাধারন মানুষ উপকৃত হচ্ছেন।