তেলিয়ামুড়াঃ
গৃহপালিত প্রাণী তথা এক গরুর আক্রমণে আহত বেশ কয়েকজন। অবশেষে পুর পরিষদের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বনদপ্তরের ভূমিকায় অসন্তুষ্ট সকলে।
সংবাদের প্রকাশ মঙ্গলবার সকাল থেকে তেলিয়ামুড়া শহরের উপর একটি গরু বেশ কয়েকজন পথযাত্রীকে আক্রমণ করেন এতে আহত হয়ে দুইজন হাসপাতালে যায়। এক মহিলা মাথায় সাতটি সিলাই লাগে, ওনার হাত ভেঙ্গে যায় । এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পথ চলতি মানুষসহ ব্যবসায়ীরা। খবর পেয়ে তেলিয়ামারা পুরো পরিষদের পুরো পিতা রূপক সরকার পিতা মধুসূদন রায় তেলিয়ামুড়া পানি চিকিৎসালয় দপ্তরের চিকিৎসক অভিষেক পাল কে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। যদিও বারংবার মহকুমা বন দপ্তরকে এই গরুটিকে ধরতে সহযোগিতা করার জন্য ফোন করা হলো তারা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ। সকলের প্রচেষ্টায় সেই গরুটিকে আটক করে চিকিৎসা পরিষেবা দেয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসা ও কর্মীরা। পরবর্তীতে গরুটিকে পুরো পরিষদের সহযোগিতা পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গরুর আক্রমণে গুরুতর আহত মহিলাকে বাড়িতে গিয়ে দেখে আসেন পুর পিতা ও সহ পুর পিতা, উনারা উনাকে সহযোগিতা করার আশ্বাসও দেন।