কল্যাণপুরঃ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী দলগুলি ততোই সক্রিয় হয়ে নিজেদের দলকে আরো শক্তিশালী করতে পথসভা ,সভা এবং বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে । ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার । শাসক দল প্রচার দলিও কর্মসূচিতে এগিয়ে রয়েছে বলা যায়। কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রতিদিন এই কোন না কোন দলীয় কর্মসূচি করে থাকেন প্রতিদিনই। এক সময় ২৭ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রটি বাম দুর্গে পরিচিত ছিল । ২০১৮ সালের সেটা বিজেপির দখলে চলে আসে । শাসকদলের সঙ্গে সঙ্গে পাল্লা দিও বিরোধী দলগুলি যেমন সিপিএম/ কংগ্রেস তিপুরা মথা দলগুলি তাদের ঘর গুছাতে শুরু করেছে। মঙ্গলবার বিকাল তিনটা নাগাদ কল্যানপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা ধীন অধুয়িবাজারে। আর এই পথসভায় কংগ্রেস দলে এসে এলাকার ১০ পরিবারের ৩৪ জন ভোটার , শাসক দল তোতা বিজেপি ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়ছে বলে দাবি জানিয়েছেন, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি শব্দ কুমার জমাতিয়া । এই দিনের এই পথসভায় অধুনিয়া বাজার ওনাদের মধ্যে উপস্থিত ছিলেন , প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, অসুক দেব , কল্যাণপুরের কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা। প্রথমে পথসভার পর নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন জেলা সভাপতি সহ অন্যান্য নেত্রীত্ববর্গরা ।